
ফকিরহাটে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠানের শুভ উদ্ভোধন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের বেতাগা ইউনিয়ন সর্বজনীন গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠানের উদ্ভোধন শুক্রবার (২৭জুন) সকাল সাড়ে ১১টায় পূর্ব বেতাগা বড়মায়ের গাছতলায় স্বর্গীয় তপন স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র কেন্দ্রিয় খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শ্রী শ্রী জগনাথদেবের রথটেনে এর শুভ উদ্ভোধন করেন।
গোবিন্দ মন্দির কমিটির সভাপতি প্রফেসর অনিমেষ কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য খান মনিরুল ইসলাম, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আঃ রাজ্জাক মীর ও খুলনা বিশ^বিদ্যালয়ের প্রফেসর রামেশ্বর দেবনাথ।
অবসরপ্রাপ্ত শিক্ষক দাশ শিশির কুমার এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক ফকির শহিদুল আলম, যুগ্ম আহবায়ক খান লিয়াকত আলী, এম এ আওয়াল, উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, মোদাচ্ছের মল্লিক, মহিলা নেত্রী মোসাঃ কলিনা ইসলাম, মোসাঃ নুর জাহান খাতুন, ইউনিয়ন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, এসএম খলিলুর রহমান, মহিউদ্দিন মইন ভুইয়া, নুর ইসলাম, ফিরোজ ফকির, আজাদ ফকির, হায়দার আলী ও মিজানুর রহমান। বিকেল ৩টায় ফকিরহাট কেন্দ্রিয় কালি মন্দির কমিটির আয়োজনে অনুরুপ জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়। পরে শীতলা মন্দির থেকে রথটেনে কেন্দ্রিয় কালি মন্দিরে এনে রাখা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রনি ঘোষ, অমিত ঘোষ, শুভ রায়, কাত্তিক দত্ত, দিপায়ন ঘোষ, গপিনাথ, প্রকাশ পাল ও অজিৎ পাল প্রমুখ। এছাড়াও নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ রথখোলা মন্দিরে বিএনপি’র কেন্দ্রিয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জগন্নাথদেবের রথটেনে এই অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন।