
রামপালের হুড়কায় বৃহৎ রথযাত্রা শুরু
01/01/1970 12:00:00এম,এ সবুর রানা
রামপালে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার হুড়কা ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দড়ি দিয়ে রথ বের করে আনেন হাজার হাজার ভক্ত ও অনুরাগীরা।
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ও শতবর্ষের পুরোনো এই উৎসবের উদ্বোধন করেন মন্দির কমিটির সভাপতি সমাজসেবক পুষ্পজিত মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দিব্যেন্দু বোস, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, শিশির মন্ডলসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
পার্থিব জগতের আশায় নয় বরং দেশ ও ধর্মীয় চেতনায় এই রথযাত্রা পালিত হয়ে থাকে বলে জানান ভক্তবৃন্দরা।
রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। আয়োজকরা জানান, উৎসব জুড়ে থাকবে ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং ভক্তদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।