Logo
table-post
মোল্লাহাট টোলপ্লাজা থেকে চারটি পিস্তলসহ ১১ জন আটক
01/01/1970 12:00:00

শেখ শাহিনুর ইসলাম শাহিন

মোল্লাহাটে মধুমতি নদীর আবুল খায়ের সেতুর টোলপ্লাজা থেকে চারটি বিদেশি পিস্তল ৯ রাউন্ড গুলিসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে একটি মাইক্রোবাসসহ তাদের আটক করে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি বিদেশী পিস্তল ৯ রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কোনো বড় ধরনের অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ঝিনাইদহ থেকে মোল্লাহাটে এসেছিল।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি মাইক্রোবাসে করে ১০ জন অপরাধী ও চালক মোল্লাহাটে আসছে। তারা বড় কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা করছিল। এরপরই মোল্লাহাট টোলপ্লাজায় অতিরিক্ত সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত শেষে মামলা দায়ের করা হবে এবং বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

পুলিশের এ ধরনের তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি এলাকায় বড় ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু সহ স্থানীয়রা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

@bagerhat24.com