
ফকিরহাটে কালিগঙ্গায় মৎস্য অভয়াশ্রম পরিদর্শনে উর্ধ্বতন কর্মকর্তারা: দেশীয় মাছ রক্ষায় জোর উদ্যোগ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি:
দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে গৃহীত প্রকল্পের আওতায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার বানিয়াখালী এলাকার কালিগঙ্গা নদীতে গড়ে তোলা মৎস্য অভয়াশ্রম ঘুরে দেখেছেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মো: জাহাঙ্গীর আলম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার (২৫ জুন) বিকেলে তিনি অভয়াশ্রম ছাড়াও বিভিন্ন বিল নার্সারি ও প্রদর্শনী খামার পরিদর্শন করেন। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো: খালিদুজ্জামান, উপ-প্রকল্প পরিচালক খাইরুল ইসলাম, বাগেরহাট সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী এবং ফকিরহাটের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহসহ অন্যান্যরা।
শেখ আসাদুল্লাহ জানান, এই অভয়াশ্রম মাছের নিরাপদ আবাসস্থল ও প্রজননের ক্ষেত্র হিসেবে কাজ করছে। এখানে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ, যার ফলে মাছের প্রজাতি টিকিয়ে রাখা ও সংখ্যায় বৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে।
প্রকল্প পরিচালক মো: খালিদুজ্জামান বলেন, অভয়াশ্রম মূলত এমন একটি জলাশয় বা নদীর নির্দিষ্ট অংশ, যেখানে বছরব্যাপী বা মৌসুমভিত্তিক মাছ ধরা নিষিদ্ধ থাকে। এটি মাছের প্রজনন ও নিরাপদ অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ।
পরিদর্শন শেষে পরিচালক মো: জাহাঙ্গীর আলম সন্তোষ প্রকাশ করে বলেন, “দেশীয় মাছ এখন প্রায় বিলুপ্তির পথে। খাল-বিল, নদী-নালায় অবৈধভাবে জাল বসানোসহ বিভিন্ন কারণে এসব মাছ হারিয়ে যাচ্ছে। এই অভয়াশ্রম ব্যবস্থা কার্যকরভাবে অব্যাহত থাকলে দেশীয় মাছের সংকট অনেকটাই কমে আসবে।”