
কচুয়ায় বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে প্রাণ গেল কাঠমিস্ত্রির
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মামুন মৃধা (৩০) নামের এক কাঠমিস্ত্রি। বৃহস্পতিবার (২৬ জুন) সকালের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মামুন মৃধা আলতাফ মৃধার পুত্র এবং পেশাগতভাবে একজন কাঠমিস্ত্রি ছিলেন। তার নিজ বাড়ির সামনে কোনো চলাচলের রাস্তা না থাকায়, নিজের উদ্যোগে বাগানের ভেতর দিয়ে পথ তৈরি করছিলেন।
পথ তৈরির কাজের সময় বাগানের পাশ দিয়ে ঝুলে থাকা একটি বিদ্যুৎ লাইনের তারে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন তিনি। স্থানীয়দের মতে, পার্শ্ববর্তী সাহাজান শেখের ছেলে শিপন শেখ দীর্ঘদিন ধরে ওই লাইনের মাধ্যমে ইজিবাইক চার্জ দিতেন।
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারে রয়েছেন এক অসুস্থ পিতা ও সাত বছরের একটি শিশু কন্যা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।
ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।