Logo
table-post
পরিবেশ দিবস উপলক্ষে যুবকদের নিয়ে আলোচনা সভা
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের মোংলায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর স্মার্ট প্রকল্পের পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী উপ প্রকল্পের উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে যুবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার চাঁদপাই গ্রামে এই সভায় বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীসহ কোডেক এর বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।


এছাড়া, যুব সম্প্রদায়ের কাছ থেকে প্লাস্টিক বোতল সংগ্রহ করে তার বিনিময়ে তাদের গাছের বীজ যুক্ত কলম প্রদান করা হয়।  তারপর পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আয়োজকরা জানান, "অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের ফলে তা বিভিন্ন নদী ও সাগরে ব্যাপকহারে পাওয়া যাচ্ছে। আর এই প্লাস্টিকের জন্য নদী ও সাগরের মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর শরীরে প্লাস্টিক ও মাইক্রো প্লাস্টিক পাওয়া যাচ্ছে। এর ফলে ঐ সকল মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী মানুষ খাদ্য হিসাবে গ্রহনের ফলে ক্যান্সারসহ বিভিন্ন মারাত্মক রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে।"


সভা শেষে যুব সম্প্রদায় এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যানলির আয়োজন করে। এছাড়াও প্লাস্টিক বোতল রিইউজ করার লক্ষ্যে বোতলে রং এর মাধ্যমে দৃষ্টিনন্দন করে গাছ লাগিয়ে বিশেষ নজির স্থাপন করেছেন।
 

@bagerhat24.com