Logo
table-post
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে বিএনপি'র কয়েক শতাধিক বৃক্ষরোপণ
01/01/1970 12:00:00

পিরোজপুর প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে কয়েক শতাধিক বৃক্ষরোপণ করেছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। আজ বুধবার সকাল ১০টায় জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার তেজদাসকাঠি কলেজে কয়েক শতাধিক বৃক্ষরোপন করেন তিনি। 

 

অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর এর সভাপতিত্বে এছাড়া উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুস সালাম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফায় ঘোষণা দিয়েছে আগামী পাঁচ বছর বিএনপি ক্ষমতায় গেলেও অথবা না গেলেও সারা বাংলাদেশ কমপক্ষে পাঁচ কোটি বৃক্ষরোপন করবে। 

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে মরুভূমিতে নিম গাছ লাগিয়েছিলেন তাই নিম গাছকে সৌদি আরবে জিয়াট্রি নামে পরিচিত। আমরাও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিম গাছ বিভিন্ন গাছ রোপন করেছি। বিগত সরকার পরিবেশকে ব্যাপকভাবে নষ্ট করেছে। আমরা দেশ কে রক্ষা করতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর কার্যক্রম চালু করেছি আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। 

@bagerhat24.com