Logo
table-post
পিরোজপুরে রোভার স্কাউট সদস্যদের সনদপত্র বিতরণ
01/01/1970 12:00:00

পিরোজপুর প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের দায়িত্ব পালনকারী রোভার স্কাউট সদস্যদের বাংলাদেশ স্কাউট এর পক্ষ থেকে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ সনদপত্র বিতরণ করা হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো: রফিকুল ইসলাম। বাংলাদেশ স্কাউটস রোভার পিরোজপুর জেলা শাখার সম্পাদক মো: সানাউল্লাহ। 

 

এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের দায়িত্ব পালনকারী রোভার স্কাউট সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানান। ৩৭ জন রোভার স্কাউট সদস্যদের মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। 

@bagerhat24.com