তাঁতী লীগ থেকে সরে দাঁড়ালেন অনিক সাহা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারী উপজেলা তাঁতী লীগের অর্থ বিষয়ক সম্পাদক অনিক সাহা (২৭) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১২ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে অনিক সাহা বলেন, ‘দীর্ঘদিন ধরে চিতলমারী বাজারে গার্মেন্টস ব্যবসা করছি। ব্যবসায়িক কারণে আমার কাজে ব্যস্ত থাকতে হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে এলাকার একটি কুচক্রিমহল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন চিতলমারী উপজেলা তাঁতী লীগ কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে আমার নাম দেয়। যা আমার জানা ছিল না।
উক্ত কমিটিতে যারা আমার নাম দিয়েছেন তাঁরা আমার মতামতের কোন তোয়াক্কা করেনি। পরবর্তীতে গত বছরের ৫ আগষ্টের পর লোকমুখে জানতে পারি আমি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগ কমিটির অর্থ বিষয়ক সম্পাদক। আমি একজন খাঁটি ব্যবসায়ি মানুষ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগি সংগঠন চিতলমারী উপজেলা তাঁতী লীগ কমিটির অর্থ বিষয়ক সম্পাদক পদের বিষয়টি নিয়ে আমি নানা জটিলতা ও বিড়ম্বনায় পড়ি। তাই অদ্য ২৪ জুন ২০২৫ ইং সাল থেকে আমি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগি সংগঠন চিতলমারী উপজেলা তাঁতী লীগ কমিটির সাথে সকল সম্পর্ক ছিন্ন করলাম এবং অর্থ বিষয়ক পদ থেকে ইস্তফা দিলাম। আজ থেকে আমি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তাঁতী লীগ কমিটির বা কোন সংগঠনের সদস্য নই এবং তাদের কারো সাথে আমার কোন সম্পর্ক নেই ও থাকবে না।
সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনিক সাহার চাচাতো ভাই অন্তর সাহা।
