Logo
table-post
চিতলমারীতে স্কাউটের কাব কার্নিভাল অনুষ্ঠিত
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে উৎসবমুখর পরিবেশে ‘কাব কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল।  


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা স্কাউটসের উদ্যোগে কার্নিভালটি অনুষ্ঠিত হয়। কার্ব কার্নিভালে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী, ৩০ জন কাব লিডার ও উপজেলা স্কাউটের ২৬ জন সদস্য অংশগ্রহণ করেন।  


উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। 


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাসের সভাপতিত্বে কার্নিভালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক স্কাউটের সহ-সভাপতি মোঃ আসাদুল কবির, জেলা স্কাউটের যুগ্ম-সম্পাদক মোঃ ফজলুর রহমান, কানিভাল চীপ ও উপজেলা স্কাউটের কমিশনার কাজী কামরুল ইসলাম এবং মাধ্যমিক স্কাউট লিডার এফ এম আজগর আলী।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, মানস কুমার তালুকদার, স্কাউট ইউনিট লিডার মোঃ মোহিতুল ইসলাম ও মোঃ ইব্রাহীম ফকির।


কার্নিভাল সঞ্চালনা করেন শিক্ষক অনুপ বোস। রাজার ভূমিকার ছিলেন প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদার ও রানীর ভূমিকায় ছিলেন শিল্পী বসু। 
দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া, শিল্পকর্ম প্রদর্শনী, কুইজ, শারীরিক কসরত ও স্কাউটস নীতিনির্ভর বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
 

@bagerhat24.com