Logo
table-post
সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে মোংলা প্রেস ক্লাবে দোয়া মোনাজাত
01/01/1970 12:00:00

মাসুদ রানা, মোংলা  

খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং চ্যানেল টোয়েন্টি ফোর ও সমকালের  খুলনার ব্যুরো প্রধাণ  মামুন রেজার অকাল মৃত্যুতে মোংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে  গভীর শোক প্রকাশ করা হয়েছে। 

 

(২২শে জুন) রবিবার মাগরিব বাদ  মোংলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের হল রুমে  সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে  শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত  এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। 

 

এছাড়া মোংলা প্রেস ক্লাবের যারা মৃত্যুবরণ করেছেন  তাদের জন্যও দোয়া করা হয়। 

 

মামুন রেজা ২০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতার জগতে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিকতায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক মো: হাসান গাজী, সময় টিভি মাহামুদ হাসান এই শোক সভায় তাদের বক্তব্যে  বলেন, মামুন রেজার চলে যাওয়া শুধু খুলনার নয়, বাংলাদেশের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আদর্শ ও পেশাদারিত্ব আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

মামুন রেজা খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

 

 

শোক সভায় আরো উপস্থিত ছিলেন ছিলেন: এটিএন নিউজ নিজাম উদ্দিন, দৈনিক পূর্বাঞ্চল নুর আলম সেখ, সাবেক ভাইস চেয়ারম্যান, সাংবাদিক কহিনুর সরদার, দৈনিক অনির্বান মোঃ ওমর ফারুক,দৈনিক আজকের সংবাদ বিএম ওয়াসিম আরমান, দৈনিক পাঞ্জেরী মো: সোহেল হাওলাদার, ভোরের পাতা ও দৈনিক যশোর'র  মাসুদ রানা ( রেজা মাসুদ) দৈনিক খবরপত্রের মো: ইলিয়াচ হোসেনসহ মোংলায় কর্মরত সাংবাদিক বৃন্দ ।

 

@bagerhat24.com