
কচুয়ায় ব্র্যাকের আয়োজনে স্বপ্নের মেলা, দেয়ালে ফুটে উঠলো নারীদের স্বপ্ন
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী এক আয়োজন—“স্বপ্নের মেলা”, যার আয়োজক ছিল ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি। শনিবার দিনব্যাপী বারুইখালী চৌরাস্তায় ও বড়চর কাঠি এলাকায় ১ম থেকে ২৪তম সেশন পর্যন্ত মেলার আয়োজন করা হয়।
এই মেলায় অংশগ্রহণ করেন ব্র্যাকের সহযোগী সংগঠন “স্বরতীর” দলের নারী সদস্যরা। তারা নিজেদের স্বপ্ন, আশা ও ভবিষ্যতের কল্পনাগুলো ক্যানভাস, রঙ ও ছবি দিয়ে ফুটিয়ে তোলেন দেয়ালে। দলবদ্ধভাবে ভাগ হয়ে তিনটি দেয়ালে সাজিয়ে তোলা হয় এই স্বপ্নের গল্প। প্রতিটি স্টলে ছিল অনন্য রচনাশৈলী ও হৃদয় ছোঁয়া উপস্থাপনা।
এক দলের সদস্যরা অন্য দলের স্বপ্ন দেখার এবং প্রকাশ করার পদ্ধতি ঘুরে ঘুরে দেখেন, প্রশ্ন করেন, মতামত দেন—এতে তৈরি হয় এক অন্তরঙ্গ বন্ধন এবং বোঝাপড়ার সুযোগ। মেলায় উপস্থিত থেকে ব্র্যাকের ডেপুটি ম্যানেজার ফাতেমা খাতুন অংশগ্রহণকারীদের উৎসাহ দেন ও স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন।
এই মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ছিল নারীদের ভাবনা ও কল্পনার প্রকাশের এক উন্মুক্ত প্ল্যাটফর্ম। তারা যেভাবে দেয়ালে স্বপ্ন আঁকলেন, তাতে স্পষ্ট যে তাদের জীবনে আশার রঙ এখনও ম্লান হয়নি।