Logo
table-post
রামপালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রী কে নির্যাতনের অভিযোগ
01/01/1970 12:00:00

এম,এ সবুর রানা

রামপালে যৌতুকের দাবীতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ জুন) বিকাল ৫ টায় উপজেলার শ্রীফলতলা গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূর নাম স্নিগ্ধা কুন্ডু (৩৬)। সে ওই গ্রামের পুলিশে কর্মরত এএসআই প্রণব কুন্ডুর স্ত্রী। 

 

নির্যাতনের শিকার গৃহবধূ জানায়, দীর্ঘদিন ধরে তার স্বামী কেএমপির পুলিশের এটিএসআই প্রণব তার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। শনিবার (২১ জুন) দুপুরে ওই গৃহবধূ নিজ ঘরে অবস্থান করছিলেন। এক পর্যায়ে তার শ্বশুর এবং শাশুড়ি মিলে গৃহবধূকে মারধর করেন এবং তার ঘর থেকে মালপত্র ফেলে দেয়। এরপর ওই গৃহবধূর ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। আহত গৃহবধূ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

অভিযোগের বিষয়ে স্বামী প্রণব কুন্ডুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে গৃহবধূ স্নিগ্ধা কুন্ড মারপিটের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার স্বামী একজন যৌতুক লোভী। গৃহবধূ রামপার স্বাস্থ্য কেন্দ্রে পরিবার পরিকল্পনা দপ্তরে চাকুরী করেন। তার বেতনের টাকা স্বামীকে না দিলে সে শারিরিকভাবে নির্যাতন করে। এ বিষয়ে রামপাল থানা পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

@bagerhat24.com