Logo
table-post
পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবন কমিটি মিটিং ও আলোচনা সভা
01/01/1970 12:00:00

পিরোজপুর প্রতিনিধি

সুন্দরবন ও তার সংলগন অঞ্চল সমূহের দূষন মুক্ত করার লক্ষে এবং সুন্দরবনের উন্নয়ন নিশ্চিত করতে পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবন কমিটি মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে মিটিং ও আলোচনা সভার সভাপতিত্বে করেন প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি খালিদ আবু। জার্নালিজম ফর সুন্দরবনের পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব খেলাফত হোসেন খসরু এর সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিষ্ট এসেসিয়েশনের সভাপতি  ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক হাসান মামুন, সাংবাদিক ইমাম হোসেন মাসুদ, সাংবাদিক ওয়াহিদ হাসান বাবু, সাংবাদিক জিয়াউল হক, সাংবাদিক হাসিবুল ইসলাম হাসান, সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক কুমার শুভ রায়, সাংবাদিক দিপঙ্কর মাতা, সাংবাদিক মো: তামিম সরদার, সাংবাদিক তরিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রূপান্তরের জেলা কর্মকর্তা সাহিদাবানু সোনিয়া।  

সভায় বক্তারা বলেন, বিশ্বের সবচেয়ে বড় এই সুন্দরবনের পানি ও মাটিতে দুষন ও শিল্পের চাপে কোনঠাসা ভালো নেই সুন্দরবন। মানুষের নিক্ষিপ্ত পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দুষণেক্ষতি সম্পর্কে জনসচেতনতা তৈরী করতে সুন্দরবন কেন্দ্রিক ভালো লেখা জাতীয় এবং স্থানীয় পত্রীকায় প্রকাশ করে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নানা কারনে সুন্দরবনের পানি ও মাটিতে দুষণ বাড়ছে। আইনের সঠিক বাস্তবায়নের পাশাপাশি বন সংলগ্ন এলাকায় শিল্পকারখানা স্থাপন, বনের মধ্যে দিয়ে ভারী নৌযান চলাচল, বিষ দিয়ে মাছ শিকার, জীববৈচিত্রের ক্ষতি করে পশুর নদ খনন, প্রাণী শিকার, মিস্টি পানির প্রবাহ কমে যাওয়া, ভূমিক্ষয় ও ভাঙ্গনে এ ব্যাপারে জনগনকে সর্বোচ্চ সচেতনতা বাড়াতে হবে।

@bagerhat24.com