Logo
table-post
ভাণ্ডারিয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার
01/01/1970 12:00:00

ভান্ডারিয়া (পিরোজপুর ) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রিফাত শেখ (২২) নামে এক মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক রিপন কুমার বিশ্বাস অভিযুক্ত চোর রিফাতকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঢাকার গাজীরপুর থানা এলাকায়  থেকে গ্রেফতার করে।  

গ্রেফতারকৃত আসামী মো. রিফাত শেখ ভাণ্ডারিয়ার ধাওয়া গ্রামের কামাল শেখ এর ছেলে। পুলিশ বৃহস্পতিবার আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

থানা সূত্রে জানাগেছে, ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের গাজী আবু নাঈম নামে এক কলেজছাত্র নিজের মোটরসাইকেল  গত সাত রমজানে ইফতারী ক্রয় করার সময় গাড়িটি স্থানীয় বাজারে দাড় করে রাখেন ।  এসময় চোর রিফাত শেখ মটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়।

ঘটনার পর কলেজ ছাত্রের মাতা সাহেলা বেগম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি চুরি মামলা দায়ের করেন। 

ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক রিপন কুমার বিশ্বাস ঘটনা নিশ্চিত করে বলেন,চোর রিফাতকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঢাকার গাজীরপুর থানা এলাকা থেকে প্রথমে আটক করা হয়। পরে তার তথ্যমতে শ^শুরবাড়ী চাদপুরের হাজীগঞ্জ ডেরা গ্রামের একটি মোটরসাইকেল  গ্যারেজ থেকে গাড়ি উদ্ধার করা হয়।

@bagerhat24.com