Logo
table-post
রামপালে স্বামীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00

 

এম,এ সবুর রানা

রামপালে মৎসঘের সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপি নেতা তরিকুজ্জামান নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ৩ টায় প্রেসক্লাব রামপাল এ সংবাদ সম্মেলন করেন উপজেলার বাঁশতলী গ্রামের তরিকুজ্জামানের স্ত্রী গৃহবধূ কুলসুমা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গৃহবধূর স্বামী ওয়ার্ড বিএনপি নেতা শেখ তরিকুজ্জামান তবির সাথে একই এলাকার আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম রানার সাথে মৎসঘেরে থাকা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আওয়ামীলীগের সময় দীর্ঘদিন ধরে জমিটি দখলে রেখে রানা মৎসঘের করে আসছিল। গত ৫ আগষ্টের পরে ওই জমি ফেরৎ পেতে রামপাল থানা পুলিশসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন তরিকুজ্জামান তবি।

উভয়পক্ষের দলিলাদি দেখে প্রকৃত জমির মালিক তবিকে জমি বুঝিয়ে দেয়া হয়। এতে ক্ষুদ্ধ হয়ে আওয়ামীলীগ নেতা রানা তার স্ত্রী কে দিয়ে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি পিটিশন মামলা করেন। যা তদান্তাধীন রয়েছে। মামলায় বাঁশতলী গ্রামের জালাল শেখের ছেলে লিমন শেখকে ও আসামী করা হয়েছে।

 

তরিকুজ্জামানের স্ত্রী জানান, নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। তার স্বামী বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আওয়ামীলীগের দোসররা এখনও একের পর এক হামলা মামলা করে হয়রানি করছে। তিনি প্রশাসনের সংশ্লিষ্ট উচ্চ পর্যয়ের কর্মকর্তাদের জোর হস্তক্ষে এবং আইনানুগ ব্যাবস্থা গ্রহনসহ মিথ্যা ও হয়রানিমুলক মামলা থেকে তাদের মুক্তির দাবী জানিয়েছেন।

@bagerhat24.com