Logo
table-post
ফকিরহাটে বিএনপি’র আঞ্চলিক সমন্বয় কমিটির মতবিনিময় সভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের কাটাখালী বিএনপি’র আঞ্চলিক সমন্বয় কমিটির আয়োজনে রামপাল উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দদের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন ও তৃনমলের নেতাকর্মিদের সুসংগঠিত করার লক্ষে মতবিনিময় সভা বুধবার (১৮জুন)  সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

আঞ্চলিক সমন্বয় কমিটির আহবায়ক এমএ আওয়াল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি ছিলেন, রামপাল উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজি জাহিদুল ইসলাম ও যুগ্ম আহবায়ক শহিদুর রহমান। আঞ্চলিক সমন্বয় কমিটির সদস্য সচিব মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু’র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, আঞ্চলিক সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক এসএম খলিলুর রহমান, মোঃ মহিউদ্দিন মইন ভুইয়া, ফরহাদ হোসেন জুয়েল, মোঃ আজাদ ফকির, মোঃ হায়দার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোদাচ্ছের মল্লিক, শ্রমিকদল নেতা মনিরুজ্জামান মনি, উজলকুড় ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন, যুবদল নেতা তুহিন মল্লিক ও রেজাউল করিম পাড় প্রমুখ। 

সভায় ৩১দফা বাস্তবায়ন ও তৃনমুলের নেতাকর্মিদের সুসংগঠিত করার লক্ষে বিস্তারিত আলোচনা ছাড়াও রামপাল-মোংলার প্রধান নির্বাচন সমন্বয়ক ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা’র সাথে রামপালের ওর্য়াড পর্যায়ের নির্বাচন নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। 

 

@bagerhat24.com