Logo
table-post
কচুয়া হাসপাতাল যেন ‘রোগী’ নিজেই—স্বাস্থ্য খাতের সংকটে মানুষের পাশে বিএনপি নেতা খান মনিরুল
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
চিকিৎসা সংকটে জর্জরিত বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বিএনপি  নেতা ও জিয়া চ্যারিটেবল মামলার আসামি খান মনিরুল ইসলাম। বুধবার দুপুরে হাসপাতাল চত্বরে এসে রোগী, স্বজন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।

এই সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহমুদ, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলামসহ দলের নেতাকর্মীরা। বিএনপি নেতার আগমনে হাসপাতালের কর্মচারী থেকে শুরু করে সাধারণ রোগীরাও উৎসাহ প্রকাশ করেন।

খান মনিরুল ইসলাম সরেজমিনে হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে ধারণা নেন এবং আশ্বস্ত করেন—এই সংকট নিরসনে তিনি রাজনৈতিক দল ও জনগণের পাশে থাকবেন। চিকিৎসক সংকট, পর্যাপ্ত জনবল না থাকা, ভবনের জরাজীর্ণ অবস্থা ইত্যাদি বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

হাসপাতাল পরিদর্শন শেষে তিনি ডা. হাসান মাহমুদ ও আবাসিক মেডিকেল অফিসার মনিশংকর পাইক-এর সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা বিস্তারিতভাবে হাসপাতালের সমস্যা তুলে ধরেন।

বিএনপি নেতাকর্মীদের দাবি, কচুয়া ছাড়াও জেলার অন্যান্য উপজেলার হাসপাতালগুলোতেও নিয়মিত পরিদর্শন চালিয়ে যাচ্ছেন খান মনিরুল ইসলাম। শুধু স্বাস্থ্য নয়, শিক্ষা, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

খান মনিরুল ইসলামের ভাষ্য:
“এই হাসপাতাল যেন নিজেই এখন রোগী হয়ে গেছে। চিকিৎসক নেই, অবকাঠামো ভেঙে পড়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কচুয়াসহ বাগেরহাটের প্রতিটি মানুষের জন্য আমরা পাশে থাকব। এই সংকট নিরসনে দল ও জনগণকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব।”


@bagerhat24.com