Logo
table-post
চিতলমারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি               
চিতলমারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১২ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস হয়। কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। 


চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পার্টনার প্রকল্প খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন ও চিতলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান। 


পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে এ সময় সরকারি দপ্তরের ৫ জন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের ৫ জন প্রশাসনিক কর্মকর্তা, ৫ জন সূধি, ৫ জন সাংবাদিক, ৫টি এনজিও’র প্রতিনিধি ও ৫ জন উপসহকারি কৃষি কর্মকর্তাসহ ৭০ জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন। 
 

@bagerhat24.com