Logo
table-post
লটারীর মাধ্যমে বেতাগা  ইউপি’র ভিডাব্লিইবি কার্ডের  উপকারভোগী নির্বাচন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে লটারীর মাধ্যমে বেতাগা ইউনিয়নের ভিডাব্লিউবি কার্ডের উপকারভোগীদের নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ নির্বাচন (বাছাই) করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের পরিচালনায় এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, ওসি (তদন্ত) আলমগীর কবীর, মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার অপূর্ব কুমার ঘোষসহ শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বেতাগা ইউপির বিভিন্ন সাধারন সদস্য ও গনমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, বেতাগা ইউনিয়নে ভিডাব্লিইবি কার্ডের জন্য ৯টি ওয়ার্ড থেকে মোট ৬২৯জন আবেদন করেছেন।

এর মধ্যে নেওয়া হবে ২৮৫জন উপকারভোগী। এটি উন্মুক্ত লটারীর মাধ্যমে এসব উপকারভোগীদের নির্বাচন করা হচ্ছে। 
 

@bagerhat24.com