Logo
table-post
রামপালে উপকার ভোগীদের সাথে মেরিন ফিশারিজ প্রকল্পের কর্মশালা
01/01/1970 12:00:00

এম,এ সবুর রানা

রামপালে ২০২৪-২৫ অর্থ বছরে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় উপকারভোগীদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১ টায় রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মো. আফতাব আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা ইউওয়াইডিও জাহাঙ্গীর হোসেন, ইউসিও শরিফুল ইসলাস, এআরডিও এস, এম হাবিবুর রহমান, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। 

কর্মশালায় মেরিন ফিশারিজ এর কার্যক্রম সম্পার্কে বিস্তারিত তুলে ধরেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, মৎস্য চাষি ও এ সেক্টরের সাথে যারা নিয়োজিত আছেন, তারা সরকারের অনুদানে অনেকাংশে উপকৃত হয়েছেন।

দেশের প্রাণীজ আমিষের চাহিদা পুরনে আপনারা আরো সক্রিয় থাকবেন। এতে আপনারা সাবলম্বীর পাশাপাশি আমাদের মৎস্য সম্পাদ বৃদ্ধি পাবে। পরে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।#

@bagerhat24.com