মোরেলগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
01/01/1970 12:00:00মেহেদী হাসান লিপন
মোরেলগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সাগরে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৬ টি ইউনিয়নের নিবন্ধিত ১৬ জেলে পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এ বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, থানা অফিসার ইনচার্জ মো. মতলুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রনজিৎ কুমার, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, প্রানী সম্পদক কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, সমাজ সেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, খাদ্যনিয়ন্ত্রন কর্মকর্তা দ্রুব মন্ডল, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, মেরিন ফিসারি অফিসার আব্দুল্লাহ আল মোদাচ্ছের, ক্ষেত্র সহকারি ইলিশ সম্পদ ব্যবস্থপনা প্রকল্প মো. জাহিদ হাসান।
পরে ৮ মাস পূর্বে চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চন্ডিপুর পশুরি পাড়ার গ্রামের জেলে সাগরে মাছ ধরতে গিয়ে নিহত ওহাব পশারীর স্ত্রী ময়না বেগমকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রনজিৎত কুমার বলেন, সাগরে মাছ ধরায় নিয়োজিত প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য মৎস্য অধিদপ্তরের মাধ্যমে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ উপজেলায় দু’দফায় নিবন্ধিত ৩২টি জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
