
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের, গুরুতর আহত স্ত্রী
01/01/1970 12:00:00শুভংকর দাস বাচ্চু:
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোড়েলগঞ্জের গোপালের দোকান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন এবং তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাধাল বাজার থেকে বাজার করে নিজ ভ্যানে বাড়ি ফিরছিলেন কচুয়া উপজেলার দাসখালী গ্রামের বাসিন্দা বাদশা মোল্লা (৫৫) ও তার স্ত্রী। পথে গোপালের দোকান এলাকায় পৌঁছালে, ঢাকাগামী হামিম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫১৩৮) তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই বাদশা মোল্লার মৃত্যু হয় এবং তার স্ত্রী গুরুতর জখম হন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিষপুরা পুলিশ ফাঁড়ির এএসআই মিঠুন ঘোষ জানান, নিহত ব্যক্তি ভ্যানচালক হিসেবে কাজ করতেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে কচুয়ার বাধাল বাজারে স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ বাসটি হেফাজতে নিয়েছে এবং চালককে ধরতে তৎপরতা চলছে।