Logo
table-post
কচুয়ার সাইনবোর্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প
01/01/1970 12:00:00

শুভংকর দাস বাচ্চু
কচুয়ায় ফ্রি মেডিক্যেল ক্যাম্পে চিকিৎসা সেবায় প্রদান করা হয়েছে। এসময় ব্লাড পরীক্ষার সহ স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।


শুক্রবার উপজেলার সাইনবোর্ড বাজার চত্বরে পিপলস হসপিটাল লিমিটেড (প্রস্তাবিত)এর উদ্যোগে এবং "চলো পাল্টাই' সংগঠনের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিক্যেল ক্যাম্পে, এমবিবিএস(খুলনা মেডিকেল কলেজ) হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডয়াবেটিস, মেডিসিন ও শিশুরোগ অভিজ্ঞ ডা. মোঃ ফুয়াদ হাসান,সেনাবাহিনীর সাবেক সিভিল মেডিকেল অফিসার, মেডিসিন ও সাধারণ রোগব্যাধি অভিজ্ঞ ডা. সোহাগ শেখ, মেডিকেল অফিসার (গাইনি ও অবস) ডা. রিফাত আরা শিলা চিকিৎসা সেবায় প্রদান করেন।


এ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন,পিপলস হসপিটাল লিঃ (প্রস্তাবিত)এর চেয়ারম্যান মোঃ ইউনুস শেখ,এসডি সুব্রত কুমার মুখার্জী, পরিচালক মোঃ ইদ্রিস শেখ,ডা.নুরুল ইসলাম মহাফুজ সহ সরদার একরামুল হোসেন শিমুল, কবির হোসেন তালুকদার, এস এম খালিদ হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রেজাউল ইসলাম, বুলবুলি ঘোষাল। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
 

@bagerhat24.com