Logo
table-post
চিতলমারীতে ৫০ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি

চিতলমারী থানার পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসান হৃদয় (২৫), তাইজুল ইসলাম শেখ (২২) ও আল-রসিন তাকি (২৬) নামের তিন যুবককে আটক করেছেন। বুধবার (১১ জুন) রাত ১২ টার পর তাঁদের বড়বাড়িয়া ঈদগাঁর সামনে থেকে আটক করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আল-রসিন তাকি উপজেলার বড়বাড়িয়া চরপড়া গ্রামের শেখ মুজিবুর রহমানের ছেলে, তাইজুল ইসলাম শেখ একই গ্রামের ইউনুছ শেখের ছেলে এবং মোঃ মেহেদী হাসান হিজলা চরপাড়া গ্রামের মোল্লা মাহমুদ হাসানের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামালা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২) জুন আটকৃত তিন যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।   


চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, গোপন সংবাদে ভিত্তিতে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল সংগীয় ফোর্স নিয়ে বড়বাড়িয়া ঈদগাঁ এলাকায় অভিযান পরিচালনা করে ওই তিন যুবককে আটক করেন। এ সময় আ.টক তিন যুবকের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামালা দায়ের করা হয়েছে। আটককৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

@bagerhat24.com