নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করলো কোস্টগার্ড পশ্চিম জোন
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা
মোংলার পশুর নদী থেকে নিখোঁজ হওয়া জেলের লাশ উদ্বার করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। বন্দর শিল্পাঞ্চল দিগরাজ এলাকার বেক্সিমকো এলপিজি গ্যাস প্লান্ট সংলগ্ন পশুর নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকা জেলে বাগেরহাটের রামপাল উপজেলার গড়দাশকাঠি গ্রামের মৃত ফজলু সরদারের ছেলে হামিদ সরদার (৬৫)।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম জানান, গত ১৪সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে খুলনার দাকোপ উপজেলার চুনকুড়ি এলাকার শিবসা নদীতে একটি কাঠের ফিশিং বোট নিয়ে ডুবে যায়। ওই বোটে থাকা ৭জেলে সাতরে কিনারে উঠলে জেলে হামিদ নিখোজ হয়। নিখোঁজ জেলে হামিদ সরদার'র লাশ ঘটনার ২দিন পর সোমবার বিকেলে পশুর নদী থেকে উদ্বার করে কোস্টগার্ড।
এ ব্যাপারে খুলনা দাকোপের তিলডাঙ্গা নৌ পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানায় মোংলা থানার এ কর্মকর্তা।