Logo
table-post
মোংলায় বিএনপি নেতার অভিযোগ: সংখ্যালঘুদের সম্পত্তি দখলের সূত্রপাত করেছিলেন শেখ মুজিব!
01/01/1970 12:00:00

মাসুদ রানা, মোংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম মঙ্গলবার মোংলার দ্বিগরাজ বাজারে আয়োজিত এক সমাবেশে অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর ১৯৭২-৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একদলীয় বাকশাল কায়েম করে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। সেই সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর শুরু হয় দখল, লুটপাট ও নির্যাতনের এক ভয়াবহ অধ্যায়।

তিনি বলেন, “ঐ সময় হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের বাড়িঘর, সম্পত্তি, মাছের ঘের দখল করে তাদের ওপর যে নিপীড়ন চালানো হয়, তা ছিল সম্পূর্ণ মানবাধিকার পরিপন্থী। এমনকি গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের আমলেও এই ধারা অব্যাহত রয়েছে।”

এই সমাবেশের মূল লক্ষ্য ছিল মোংলা-রামপাল এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও অধিকার রক্ষা। এতে সভাপতিত্ব করেন রামপাল উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সম্ভু কুন্ড।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

  • বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম

  • বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান

  • কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু

  • পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী

  • রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন

  • হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বাগেরহাট জেলা আহ্বায়ক প্রদীপ বসু সন্তু

  • সদস্য সচিব শিমুল চন্দ্র রায়

  • মোংলা উপজেলা শাখার আহ্বায়ক গোপাল মন্ডল কালু

  • মোংলা পৌর শাখার আহ্বায়ক শচীন রায়

অনুষ্ঠানের প্রধান অতিথি শামিমুর রহমান আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ধর্ম, বর্ণ বা দলীয় পরিচয়ে কেউ নিপীড়নের শিকার হবে না। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গঠিত হবে একটি কল্যাণমূলক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ।”

তিনি যোগ করেন, “দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই ভাই ভাই। যারা বিভেদ সৃষ্টি করতে চায় বা ধর্মীয় গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

এসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোংলার শান্তিপ্রিয় জনগণকে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আহ্বান জানান বিএনপি নেতা।

@bagerhat24.com