Logo
table-post
চিতলমারীতে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারী সরকারি সামছুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও অন্তর্বর্তী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ৯ জুন (সোমবার) বিকেল সাড়ে ৫ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ পুনর্মিলনী ও কমিটি গঠন হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলনমেলা ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। 


অনুষ্ঠানে ১৯৯৯ (এসএসসি) ব্যাচের মোঃ শামিম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল ও হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম, ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ আনিচুর রহমান, ২০০৭ ব্যাচের জোবায়ের সরদার মারজিন, ২০০৯ ব্যাচের আলী নেওয়াজ ইমন ও ২০১০ ব্যাচের এহসানুল হক আবির। বক্তব্যে তারা কুশল বিনিময়ের পাশাপাশি স্মৃতিচারণায় মেতে ওঠেন।


সভায় সকলের সম্মতিক্রমে আগামী ডিসেম্বরে একটি বৃহৎ আকারের পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে এ সময় একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়।


সর্বসম্মতিক্রমে কমিটিতে দিপু খন্দকারকে চেয়ারপারসন হিসেবে মনোনিত করা হয়। কমিটিতে ভাইস-চেয়ার হিসেবে যাদের মনোনিত করা হয়েছে তারা হলেন আতাউর রহমান হান্নান (্এডমিন), চিকিৎসক মোঃ আল-আমিন (ক্রীড়া), মোঃ জিয়ারুল খন্দকার (অনুষ্ঠান আয়োজক), সেলিম সুলতান সাগর (প্রেস এন্ড মিডিয়া), মোঃ মামুনুর রশীদ মুরাদ (সদস্য নিবন্ধন), মাহফুজুর রহমান হিমেল (অর্থ) ও অচিন্ত ঘটক (শিক্ষক ও শিক্ষার্থী সমন্বয়ক)।


কমিটিতে সচিবের দায়িত্ব পালন করবেন মোস্তাফিজুর রহমান রনি। যুগ্ম-সচিব হিসেবে যাদের মনোনিত করা হয়েছে তারা হলেন তুফান মন্ডল ও মোঃ নাজিম শেখ (নির্বাচন কমিশন) ইমরান গাজী (প্রকাশনা), আশিকুর রহমান শুভ (আইটি), মোঃ আছিফ ইমন (ডিজাইন), আলী নেওয়াজ ইমন (ব্যাচ সমন্বয়ক), আরাফাত মুক্তি এবং রুবেল মোল্লা (গণ সংযোগ), গাজী আল ইমাম বাপ্পী (আইন), মারিয়া সুলতানা আরবী (নারী বিষয়ক সমন্বয়ক), সুমন শেখ ও গাজী তাফসীর আহসান সেচ্ছা সেবক সমন্বয়ক)। এই কমিটি নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন।


সভা শেষে ২০০৩ ব্যাচের রনি মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে দর্শকদের হৃদয় জয় করেন। এছাড়াও গান পরিবেশন করেন ২০১০ ব্যাচের আল ইমাম বাপ্পি ও ২০২১ ব্যাচের সুমন শেখ।


অনুষ্ঠান শেষে সদস্য নিবন্ধন ফরম আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হয়। এই ফরমটি ঝগ ঝপযড়ড়ষ অষঁসহর অংংড়পরধঃরড়হ নামের ফেসবুক গ্রুপে পাওয়া যাচ্ছে। 
 

@bagerhat24.com