Logo
table-post
ফকিরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল এক যাত্রীর
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ঘটে গেল একটি হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। গভীর রাতে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটি গাছে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান এক অজ্ঞাতনামা পুরুষ যাত্রী (বয়স আনুমানিক ৩৫)। দুর্ঘটনায় চালকসহ আরও অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন।

এই দুর্ঘটনাটি ঘটে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায়, রাত আনুমানিক আড়াইটার দিকে। ইমাদ পরিবহনের বাসটি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মূলঘরে পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তায় পাশে থাকা একটি বড় গাছে প্রচণ্ড বেগে ধাক্কা খায়। ফলে বাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনায় বিধ্বস্ত বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

@bagerhat24.com