
বৃদ্ধার ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, প্রভাবশালীদের বিরুদ্ধে থানায় অভিযোগ
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাট সদর উপজেলার চাঁপাতলা পূর্বপাড়ায় এক অসহায় বৃদ্ধার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী, জাহেদা বেগম (৭০), প্রায় দুই দশক ধরে যেই জমিতে ঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন, এখন সেই জমিতেই তাঁর দাবি অনুযায়ী গায়ের জোরে প্রবেশ করে নির্মাণ কাজ শুরু করেছে কিছু ব্যক্তি।
এই ঘটনায় জাহেদা বেগমের মেয়ে লিলিমা বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, হেমায়েত শেখের পুত্র মিজান শেখ, মহিম শেখ, এহি শেখ, রেজাউল শেখ এবং হুমায়ুন শেখ মিলে তাদের ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছেন।
জাহেদা বেগম জানান, ১৯ বছর আগে তিনি যাত্রাপুর ইউনিয়নের মৃত সাহাব উদ্দিনের দুই পুত্র মতিয়ার রহমান ও রোকন উদ্দিন এবং স্ত্রী আমেনা খাতুনের কাছ থেকে ১৮.২০ শতক জমি কবলা দলিলের মাধ্যমে কিনে নেন। সেসময় জমি মাপজোক করে বসতঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন তিনি।
তিনি অভিযোগ করেন, “আমার কোনো পুত্রসন্তান নেই। আমি কিছুদিন বাড়িতে না থাকায় হেমায়েত শেখের ছেলে মিজান শেখ জোর করে আমার জমিতে ঘর নির্মাণ শুরু করে। আমি বাধা দিলে আমাকে হত্যার হুমকি দেয়।”
জাহেদা বেগমের হাতে রয়েছে জমির এসএ এবং বিএরএস রেকর্ড, কবলা দলিল, নামজারি ও খাজনার কাগজপত্র। তবুও অভিযুক্তরা প্রভাব খাটিয়ে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে তার পরিবারকে। একই জমি অন্য খতিয়ানে দেখিয়ে তারা একাধিক দখলের অপচেষ্টা করছে বলেও দাবি করেন এই বৃদ্ধা।
অভিযুক্ত মহিম শেখ বলেন, “জাহেদা বেগমদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ আছে। তারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ বিষয়ে আমরা থানায় মামলা করেছি।”
উল্লেখ্য, জমি সংক্রান্ত এই দ্বন্দ্ব এখন দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন ভুক্তভোগী পরিবার।