
জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন ন্যায়-ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র গঠন করতে চায় -অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেছেন, ‘জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন ন্যায়-ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। ৫ই আগষ্টের পরিবর্তনের পর জামায়াতে ইসলামীর কার্যক্রম দেশবাসী দেখেছে। আমি এলাকার সন্তান হিসেবে চিতলমারীবাসীকে জানাতে চাই, আগামীতে কারও দ্বারা এই চিতলমারী-ফকিরহাট ও মোল্লাহাটের কোন ধর্মের কোন লোক আর হামলার শিকার হবে না। আমাদের কাছে খবর এলেই আমরা ভুক্তভোগীর পাশে হাজির হয়ে যাবো। ইনশাল্লাহ।’-সোমবার (০৯ জুন) সকাল ১০ টায় থানার সামনে নেতাকর্মিদের সঙ্গে নিয়ে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় র্যালীর শুরুতে তিনি এ সব কথা বলেন।
অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান আরও বলেন, ‘পবিত্র ঈদুল আযহার ঐতিহ্যকে ধারণ করে, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট-১ আসনের জামায়াত মনোনিত প্রার্থী হিসেবে চিতলমারী উপজেলার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী ভাইদের সঙ্গে নিয়ে আমরা জনগণের দোরগোড়ায় ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়েছি। এই র্যালী থেকে এলাকাবাসীকে রক্তিম শুভেচ্ছা জানাই।’
এ সময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম প্রমূখ।
তিনি এ সময় উপজেলার বাখেরগঞ্জ বাজার, ডুমুরিয়া বাজার, গোদাড়া গেট, বারাশিয়া বাজার, কলিগাতী বাজার, নালুয়া বাজার, বড়গুনি বাজার, বড়বাড়িয়া বাজার, শৈলদাহ বাজার, পাগল মার্কেট ও হিজলা বাজারসহ বিভিন্ন ছোট বড় বাজারে র্যালীসহ সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ঈদ শুভেচ্ছা বিনিময় বহরে ৩ শতাধিক মোটরসাইকেলে ৭ শতাধিক নেতাকর্মি ও সমর্থক উপস্থিত ছিলেন।