Logo
table-post
ঈদের আনন্দে মুখর ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ, হাজারো মুসল্লির ঢল
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটের বিশ্বখ্যাত ঐতিহাসিক স্থাপনা ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হলো তিনটি ঈদের জামাত। শনিবার (৭ জুন) সকালে মসজিদের প্রাঙ্গণে ঈদের প্রথম জামাত শুরু হয় সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান জামাতে অংশ নেন।

ঈদের দিন সকাল থেকেই মসজিদের চারপাশে ভিড় বাড়তে থাকে। মূল মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় বাইরের অংশে, বিশেষ করে মসজিদের উত্তর পাশে প্যান্ডেল স্থাপন করে নামাজের ব্যবস্থা করা হয়। ভ্রমণসুখী মুসল্লিদের কথা মাথায় রেখেই এ ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন।

প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান আলী (রহ.) মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা খালিদ হোসেন। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন এবং তৃতীয় জামাত পরিচালনা করেন মাওলানা মো. মাসুম বিল্লাহ, যিনি ষাটগম্বুজ মাদ্রাসা ও মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম।

জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পরস্পরকে আলিঙ্গন করে ঈদের আনন্দ ভাগ করে নেন। মসজিদ প্রাঙ্গণটি যেন পরিণত হয় এক অনন্য ঈদ মিলনমেলায়।

জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গ এই জামাতে অংশগ্রহণ করেন। জামাত চলাকালে পুরো এলাকা নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিরাপত্তারক্ষী, পুলিশ, র‌্যাব, টুরিস্ট পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সকল জামাত সম্পন্ন হয়।

জেলা প্রশাসক জানান, “প্রতি বছরের মতো এবারও সুষ্ঠুভাবে জামাত সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।”

ঈদের দিনে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে হাজারো মুসল্লির অংশগ্রহণ এই স্থানটির ঐতিহ্য ও গুরুত্বকে আরও একবার স্মরণ করিয়ে দিল।

@bagerhat24.com