
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি ঠেকাতে ভ্রাম্যমান আদালতের জরিমানা অভিযান
01/01/1970 12:00:00পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও পরিবহন খাতে বিশৃঙ্খলা ঠেকাতে আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। ঈদ সামনে রেখে যাত্রী হয়রানি ও অনৈতিক ভাড়া আদায়ের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে বাইপাস সড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। তার সঙ্গে ছিলেন বিআরটিএ পিরোজপুরের সহকারী পরিচালক এস.এম. মাহফুজুর রহমান।
ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, কিছু পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহার করছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, শুধু ভাড়া নয়, হাইড্রোলিক হর্ন এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানের অংশ হিসেবে আজ মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে কয়েকটি যানবাহনের হাইড্রোলিক হর্ন ও অবৈধভাবে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়।
প্রশাসন জানিয়েছে, ঈদের আগে ও পরে যাত্রীদের ভোগান্তি রোধে এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ যাত্রীদের নিরাপদ, সাশ্রয়ী ও ভোগান্তিমুক্ত যাত্রা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।