Logo
table-post
বিদ্যুৎ স্পৃষ্ট ও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কচুয়ার দুইজন
01/01/1970 12:00:00

শুভংকর দাস বাচ্চু

বাগেরহাটের কচুয়া উপজেলায় দুইটি ভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি—একজন কাঁচামাল ব্যবসায়ী এবং অপরজন একটি বেসরকারি সংস্থার কর্মী।

মঙ্গলবার সকালে বাধাল গ্রামের বাসিন্দা ইকবাল শেখ (৪০) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। নিজ বাড়ির উঠোনের পাশের গাছে ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে তিনি নিচে পড়ে যান। আশেপাশের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইকবাল শেখ পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন এবং দীর্ঘদিন ধরে বাধাল বাজারে ব্যবসা পরিচালনা করতেন।

অন্যদিকে, সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিপু শেখ (৩৮) নামের এক এনজিও কর্মী মারা যান। রোববার সকালে বাধাল গ্রামের দক্ষিণ পাড়ায় সাহাবাড়ির কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। গুরুতর অবস্থায় তাকে খুলনায় স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করা যায়নি। নিপু শেখ মোড়েলগঞ্জে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন।

হঠাৎ এ দুই মৃত্যুর ঘটনায় বাধালসহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, ইকবাল ও নিপু দুজনেই সদালাপী ও পরিশ্রমী মানুষ ছিলেন। তাদের এমন মৃত্যু এলাকাবাসীর জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

@bagerhat24.com