সরকারি জমিতে গোপনে পাকা ভবন! ভূমি কর্মকর্তার নিষ্ক্রিয়তায় জমি দখল
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের কিচমত বৌলপুর গ্রামে নিয়মনীতি উপেক্ষা করে সরকারি জমিতে নির্মিত হচ্ছে পাকা ভবন। অভিযোগ রয়েছে, স্থানীয় তহশিলদার স্বপন দাসের সহায়তায় কৃষক ছাকায়েত শিকদার এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী মোঃ জোহর আলী খা বিষয়টি ইউনিয়ন ভূমি অফিসে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শেষমেশ তিনি বাগেরহাট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জোহর আলী খা জানান, মৌজা নং ৫৮, এসএ খতিয়ান ২৪৭-এর আওতায় থাকা ৮ একর ৪৯ শতক জমি সরকারি সম্পত্তি হিসেবে নিবন্ধিত এবং ডিসিআরভুক্ত। এর মধ্যে ৩ একর ৬৫ শতক সম্পূর্ণভাবে ডিসিআরের আওতায়। কিন্তু এই জমির একাংশে ছাকায়েত শিকদার জোরপূর্বক একটি পাকা ভবন নির্মাণ করছেন।
অভিযোগ আরও রয়েছে, তহশিলদার স্বপন দাস নির্মাণ কাজ বন্ধ করার জন্য ঘটনাস্থলে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে কেবলমাত্র ‘চা-মিষ্টি’ খেয়ে ফিরে আসেন।
জোহর আলী খা জানান, তার ডিসিআর নবায়নকৃত জমির ধান ইতোমধ্যে কেটে নিয়েছে প্রভাবশালী মহলটি। মামলাও করেছেন তিনি, তবে পরিবার নিয়ে রয়েছেন নিরাপত্তাহীনতায়।
ছাকায়েত শিকদারের স্ত্রী বিলকিস বেগম অবশ্য দাবি করেছেন, তারা কোনো সরকারি জমিতে নয়, নিজেদের ক্রয়কৃত ও ডিসিআরভুক্ত ৪২ শতক জমির ওপরই নির্মাণ কাজ করছেন।
এই বিষয়ে তহশিলদার স্বপন দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।
মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা বলেন, ওই এলাকায় বহু ভিপি ও খাস খতিয়ানের জমি রয়েছে। অনেকেই ডিসিআর ছাড়াই জমিতে পাকা ভবন নির্মাণ করছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে তহশিলদারকে পাঠানো হয়েছে এবং পুনরায় সার্ভেয়ার দিয়ে সরকারি জমি পরিমাপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
