
ফকিরহাটে সড়ক পারাপারের সময় প্রাণ গেল পথচারীর, মরদেহ নিয়ে গেল অজ্ঞাত নারী
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পথচারীর (বয়স আনুমানিক ৪৫ বছর) মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে খুলনা-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত পরিবহন ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই এক অজ্ঞাত নারী একটি ভ্যানগাড়িতে করে নিহত ব্যক্তির মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি স্থান ত্যাগ করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও মরদেহ সেখানে পাওয়া যায়নি। স্থানীয়দের বরাতে তিনি জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই এক নারী মরদেহটি ভ্যানে তুলে নিয়ে মোল্লাহাটের দিকে চলে যান।
এখনও পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ জানায়, তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং ঘটনার তদন্তও অব্যাহত রয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক পরিবহনের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।