Logo
table-post
১৭ বছর পর পিরোজপুরে জিয়াউর রহমানকে ঘিরে গণউৎসব, স্মরণসভায় উপচে পড়া ভিড়
01/01/1970 12:00:00

পিরোজপুর প্রতিনিধি
দীর্ঘ ১৭ বছর পরে পিরোজপুরে ফের জমকালো আয়োজনে পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে শুক্রবার (৩০ মে) জিয়ার ৪৪তম শাহাদাত দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরু হয় সকাল ৭টায় জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে। সকাল ৮টায় আয়োজিত হয় কোরআনখানি, এরপর ১০টায় শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে শোকর‌্যালি অনুষ্ঠিত হয়। সবশেষে বেলা ১১:৩০ মিনিটে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বক্তব্য দেন সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, প্রবীণ নেতা অ্যাডভোকেট আবুল কালাম আকন, আহসানুল কবির লীন, শহিদুল্লাহ শহিদসহ জেলা বিএনপি, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও ওলামা দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, "জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় এক নেতা। তিনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তবে দেশ আজ অন্যরকম হতো। তাঁর হাতে গড়ে ওঠে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি। মাত্র সাড়ে তিন বছরে তিনি দেশের অর্থনৈতিক ভিত্তি গড়ে দেন।"

তারা আরও বলেন, "আজকের এই দুঃসময়ে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্ব আমাদের এগিয়ে যেতে প্রেরণা দেয়। আওয়ামী অপশাসনের মধ্যেও আমরা তাঁর চিন্তা ও চেতনা ধারণ করে পথ চলছি।"

আলোচনা সভা শেষে জেলা ওলামা দলের সদস্য সচিব মিরাজ মোল্লা মুনাজাত পরিচালনা করেন। পুরো আয়োজন ছিল শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ। নেতাকর্মীদের উপস্থিতি জানান দেয়—জিয়াউর রহমান এখনও তাদের চেতনায় বেঁচে আছেন।

@bagerhat24.com