
প্রবল ঝড়বৃষ্টির মাঝেও গর্ভবতী মায়ের পাশে কোস্ট গার্ড, সুস্থ শিশুর জন্ম
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত ২৯ মে, বৃহস্পতিবার বিকেলে খুলনার দাকোপ থানার কালাবগি গ্রামের এক গর্ভবতী নারী শরীফা বেগম (২৮) হঠাৎ প্রসব ব্যথায় আক্রান্ত হন। নদীপথে চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে তাকে হাসপাতালে পৌঁছে দেয় কোস্ট গার্ড পশ্চিম জোন।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে ওইদিন নদী ছিল উত্তাল এবং ঝুঁকিপূর্ণ। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায়, স্টেশন নলিয়ানের পক্ষ থেকে দ্রুত একটি রেসকিউ বোট প্রস্তুত করা হয়। ওই বোটের মাধ্যমেই শরীফা বেগমকে কালাবগি থেকে চালনা ঘাট হয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।
তাদের দ্রুত পদক্ষেপের ফলে গর্ভবতী নারী ও তার অনাগত সন্তানের জীবন রক্ষা পায়। পরে শরীফা বেগম একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক—দুজনই বর্তমানে সুস্থ রয়েছেন।
কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, শুধু নিরাপত্তাই নয়, মানবিক বিপর্যয়ে জনগণের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম দায়িত্ব। এই উদ্ধার অভিযান সেটিরই একটি সফল উদাহরণ।
তিনি আরও বলেন, “উপকূলীয় ও নদীতীরবর্তী জনগণের পাশে কোস্ট গার্ড অতীতেও ছিল, এখনও আছে, এবং ভবিষ্যতেও থাকবে।”