Logo
table-post
ভাণ্ডারিয়ায় ১৭ বছর পর জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জনস্রোত, উৎসবমুখর পরিবেশ
01/01/1970 12:00:00

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রায় দুই দশকেরও বেশি সময় পর, ভাণ্ডারিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিএনপির ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয় দেশের এই মহান নেতাকে।

সকাল শুরু হয় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় কোরআনখানি, শোক র‍্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এসব আয়োজনে ছিল স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল উপস্থিতি।

বিকেলে বিএনপির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মাসুদ রানা পলাশ, যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ, আবুল কালাম মলাদ জমাদ্দার, ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমানের নেতৃত্ব, সাহসিকতা এবং দেশপ্রেম আজও জাতিকে অনুপ্রেরণা জোগায়। তিনি স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর স্বল্প সময়ের শাসনামলেই তিনি দেশের ভিত মজবুত করেন।”

তারা আরও বলেন, "বর্তমান শাসনের প্রতিকূল অবস্থার মধ্যেও শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ বুকে ধারণ করে এগিয়ে চলেছে বিএনপি।"

আয়োজকরা জানান, ভবিষ্যতে প্রতি বছরই এই স্মরণ দিবসকে আরও বড় পরিসরে পালনের পরিকল্পনা রয়েছে।

@bagerhat24.com