Logo
table-post
মাত্র ২০০ মিটার রাস্তা, তবুও মোরেলগঞ্জে দুর্ভোগে শতশত মানুষ!
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

মোরেলগঞ্জ উপজেলায় মাত্র ২০০ মিটার রাস্তার কারণে দীর্ঘদিন ধরে ভয়াবহ ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ। খানাখন্দে ভরা এবং খালের অংশে ধ্বসে পড়া এই সড়কটি এখন পুরোপুরি অচল হয়ে পড়েছে। অথচ এই সড়কটি বারইখালী, জিউধরা ও পাশের মোংলা উপজেলার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে বারইখালী অংশে রাস্তার বেশ কিছু জায়গা খালে ভেঙে পড়েছে। ফলে পায়ে হেঁটে চলাচল করাও এখন কঠিন হয়ে পড়েছে।

এক সময় এই রাস্তায় প্রতিদিন চলতো অসংখ্য ইজিবাইক, মোটরসাইকেল ও মালবাহী যানবাহন। তবে বর্তমানে ওই যাত্রাপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের পাশাপাশি দুর পথের যাত্রীরাও পড়েছেন চরম বিপাকে।

এ বিষয়ে জানতে চাইলে মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, “রাস্তার সংস্কার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অচিরেই এটি যান চলাচলের উপযোগী করে তোলা হবে।”

সড়কটি দ্রুত সংস্কার না হলে এলাকার পরিবহন, বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।

@bagerhat24.com