মুজিবর রহমানের হজ্ব পালন উপলক্ষে নেতাকর্মিদের দোয়া মাহফিল
01/01/1970 12:00:00প্রেস বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার অন্যতম সদস্য ও বাগেরহাট-১ আসনের মানুষের প্রিয় নেতা মোল্লা মুজিবর রহমান শামীমের হজ্ব পালন উপলক্ষে দলীয় নেতাকর্মিরা দোয়া মাহফিল করেছে। বুধবার (২৮ মে) রাত ৮ টায় বাগেরহাট খাদ্বার কারিমিয়া বহুমুখি কওমি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি বাগেরহাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাসরুল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি মাওলানা হাফেজ মোশাররফ হোসেন, সহ-সভাপতি মাওলানা ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক মুফতি নুরুজ্জামান, মাওলানা মাহবুর রহমান, মুফতি তরিকুল ইসলাম, মাওলানা মাশুকুর রহমান, সুলতান মাহমাুদ খানসহ বাগেরহাট জেলা ও চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নেতাকর্মিরা সুস্থভাবে মুজিবর রহমান শামীমের হজ্ব পালন শেষে দেশে ফিরে আসার দোয়া কামনা করেন।
