Logo
table-post
সুন্দরবন বাঁচাতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ জরুরি — পরিবেশ সমাবেশে জোর দাবি
01/01/1970 12:00:00

মাসুদ রানা, মোংলা 

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর প্রভাব ইতিমধ্যে প্রকৃতিতে স্পষ্ট হয়ে উঠছে। সুন্দরবনের মূল্যবান বনজ সম্পদ, নদী-খালের জলজ প্রাণী এবং উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদ আজ চরম হুমকির মুখে। এই অবস্থায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র দ্রুত বন্ধ করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র কেন্দ্রীয় সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল।

বুধবার (২৮ মে) সকালে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক পরিবেশ সমাবেশে তিনি বলেন, “বুদ্ধিমান প্রাণী হিসেবে আমাদের দায়িত্ব পৃথিবীর প্রতিটি প্রাণ ও প্রকৃতিকে রক্ষা করা। প্রাণ ও প্রকৃতি হারিয়ে গেলে আমাদের অস্তিত্বও হুমকিতে পড়বে।”

পরিবেশ সমাবেশে উপকূলীয় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ “সবুজ সাথী” সম্মাননা প্রদান করা হয় মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানীকে। সভাপতিত্ব করেন শরীফ জামিল নিজে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল, পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, মোংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম, বৃক্ষপ্রেমিক সুভাষ চন্দ্র বিশ্বাস ও কবি আফরোজা হীরা প্রমুখ।

শরীফ জামিল বলেন, “বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলজুড়ে অনেক পরিবেশপ্রেমী নিরবে কাজ করছেন, যাদের অবদান সামনে আনলে সমাজের বাকি মানুষও পরিবেশ রক্ষায় উৎসাহিত হবেন। মহাপ্রাণ সুন্দরবনসহ সমগ্র উপকূলীয় এলাকার প্রাণপ্রকৃতি রক্ষায় আমাদের সম্মিলিত প্রয়াস ছাড়া বিকল্প কিছু নেই।”

তিনি জোর দিয়ে বলেন, “যদি আমরা সুন্দরবনকে বাঁচাতে চাই, তাহলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এখনই বন্ধ করা উচিত। এই কেন্দ্র সুন্দরবনের অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি।”

সমাবেশে বিভিন্ন পরিবেশ আন্দোলনের নেতা ও সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন এবং সকলেই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরূপ প্রভাব তুলে ধরে সেটি বন্ধের পক্ষে মত দেন।


@bagerhat24.com