
ফকিরহাটে ইউপি সদস্যবৃন্দের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের গ্রাম আদালত বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮ মে) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
এসময় অন্যদের মধ্যে ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রবীর কুমার শীলসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।