Logo
table-post
রামপালে পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে র‍্যালি
01/01/1970 12:00:00

এম,এ সবুর রানা

রামপালে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে এক র‍্যালি বের করা হয়েছে। বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে এ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আশপাশ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় আবার স্বাস্থ্য কমপ্লেক্স গেটে এসে শেষ হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পালের সভাপতিত্ব কমপ্লেক্স মিলনায়তনে পরে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা মো. শেরোয়ান, মো. মাহাফুজ। সভা পরিচালনা করেন আরজুল ইসলাম।

@bagerhat24.com