Logo
table-post
৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে পৌঁছাল এমভি ভাইকিং ড্রাইভ, বাড়ছে আমদানির গতি
01/01/1970 12:00:00

মাসুদ রানা, মোংলা:
দেশের অন্যতম প্রধান সমুদ্রবন্দর মোংলায় আবারও বড় আকারের গাড়ি আমদানি হয়েছে। ৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী পরিবহন জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ আজ সোমবার দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করেছে।

বন্দরের সূত্রে জানা গেছে, ক্রাউন নেভিগেশন শিপিং এজেন্টের তত্ত্বাবধানে আসা জাহাজটির দৈর্ঘ্য ১৬৪ মিটার ও গভীরতা ৭ মিটার। পুরো গাড়ি খালাসের কাজ শেষে এটি আগামীকাল ২৭ মে মোংলা বন্দর ত্যাগ করবে।

এ বিষয়ে মোংলা বন্দরের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন,

“দেশে যে মোট গাড়ি আমদানি হয়, তার প্রায় ৬০ শতাংশই আসে মোংলা বন্দর দিয়ে। বন্দর কর্তৃপক্ষ আমদানিকারকদের জন্য নানা ধরনের সুবিধা দিচ্ছে—ফলে এই প্রবণতা ক্রমেই বাড়ছে।”

বর্তমানে মোংলা বন্দর শুধু রিকন্ডিশন্ড গাড়ির জন্যই নয়, সামগ্রিকভাবে একটি বিশ্বস্ত আমদানি চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। বন্দরে আধুনিক ব্যবস্থাপনা, দ্রুত খালাস কার্যক্রম ও শুল্কবান্ধব নীতিমালা থাকায় অনেক আমদানিকারক চট্টগ্রামের পরিবর্তে মোংলা বন্দরকেই বেছে নিচ্ছেন।

বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, এভাবে যদি ধারাবাহিকভাবে জাহাজে করে গাড়ি আমদানি বাড়তে থাকে, তবে মোংলা বন্দর দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে।

@bagerhat24.com