Logo
table-post
আগামি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে মোরেলগঞ্জে বিএনপির সমাবেশ
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

আগামি ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা ও আওয়ামী দোসরদের আশ্রয়ের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে আমতলা বাজার এলাকায় মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।

 

সমাবেশে সভাপতিত্ব করেন দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিয়ার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা। 

 

অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আব্দুস সোবাহান, বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াদুল হোসেন, পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, বিএনপি নেতা খেলাফত হোসেন খসরু ও আলী আজীম বাবুল।

 

বক্তারা চলতি বছেরর ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। একই সাথে গত ৫ আগষ্ট পালিয়ে যাওয়া মোরেলগঞ্জে এক যুবলীগ নেতাকে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপির ঢাকায় অবস্থান করা কিছু নেতা উঠেপড়ে লাগায় দলের দুর্ণাম হচ্ছে বলেও বক্তারা দাবি করেন। তারা এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। 

@bagerhat24.com