
মন্দিরের বাৎসরিক কালী মাতার পূজা মঙ্গলবার
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের ঐতিহ্যবাহী টাউন নওয়াপাড়া শ্রীশ্রী চাঁমারিয়া শ্মশান কালী মন্দিরের উদ্যোগে তিনদিন ব্যাপী বাৎসরিক কালী মাতার পূজা মঙ্গলবার ১২ই জ্যৈষ্ঠ ১৪৩২বাং, (২৭ মে) সকাল থেকে শুরু হতে যাচ্ছে। তিনদিন ব্যাপী বাৎসরিক কালী মাতার পূজা উপলক্ষে উৎসব মেলা কবিগান ও রামায়ণ গানের আয়োজন করেছেন মন্দির কমিটি।
মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে বাৎসরিক কালিপুজা, বুধবার বিকালে কবি অরুপ সরকার ও বিষ্ণু সরকার এর মধ্যে কবি গানের লড়াই, বৃহস্পতিবার বিকালে গায়ক: বিষ্ণু সরকার এর রামায়ন গান এবং রামায়ণ গান শেষে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে দেশ-বিদেশ ও স্থানীয় সকল ভক্তবৃন্দদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মন্দির কমিটির সভাপতি সুব্রত চক্রবর্তী (পলাশ), সাধারন সম্পাদক সমীর কুমার দে ও কোষাধ্যক্ষ বাসুদেব কুমার ঘোষ সকলকে আমন্ত্রন জানিয়েছেন।