Logo
table-post
গ্রাম আদালত কার্যক্রম সক্রিয়করণ করার লক্ষ্যে দুদিন ব্যপি  প্রশিক্ষণ
01/01/1970 12:00:00

নকীব মিজানুর রহমান
 মোরেলগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


যথারীতি  দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আজ পঞ্চমতম ব্যাচ  রবিবার ও সোমবার সকাল ৯:টায়  উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা প্রশাসন  ও  স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আওতাধীন "বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)" প্রকল্প। এ প্রশিক্ষণে  উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যগন অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণের সভাপতিত্ব করেণ  উপজেলা নির্বাহী  অফিসার হাবিবুল্লাহ, । প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন  সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা,  উপজেলা সমাজসেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস  , প্রশিক্ষণের সার্বিক পরিচালনায় ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা সমন্বয়কারী সুশান্ত রায় গ্রাম আদালত বাগেরহাট।

@bagerhat24.com