রামপালে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সাথে সাংবাদিকদের মতবিনিময়
01/01/1970 12:00:00
এম, এ সবুর রানা
আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম, এইস তামিম এর সাথে প্রেসক্লাব রামপালের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের সাথে আলাপ কালে বিগত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি হাসিনা সরকারের হায়েনাদের নৃশংসতায় হাজার হাজার আহতদের সুস্থতা কামনাও করে বলেন, অন্তর্বর্তী সরকারের ন্যাস্ত করা দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। কারো প্রতি কোন অবিচার করা হবে না। সাংবিধানিকভাবে যে কোন অভিযুক্ত ব্যাক্তির ন্যয় বিচার নিশ্চিত এবং মানবিক আচারণ করা হবে। এক তরফাভাবে কারো ন্যায়সঙ্গত অধিকারে হস্তক্ষেপ করা হবে না। বৈশম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে। তাদের পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালে অভিযোগ করলে তাদের আইনি সহযোগীতা করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত সময়ে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে, সরকার চাইলে পুনরায় রিভিউ করতে পারেন। বিচারগুলো আন্তর্জাতিক মানদণ্ডে এবং সঠিক স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়েছে কি না ? তবে সে ক্ষেত্রে সংবিধান সংশোধন ও আইন সংস্কার প্রয়োজন। তিনি সাংবাদিকসহ রাষ্ট্রের সকল নাগরিকদের সহযোগীতা কামনা করেন।
এ সময় তার সাথে থেকে কথা বলেন, মোল্যা রহমাতুল্লাহ, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক এ, এইচ আমিনুল হক নান্টু, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, সদস্য সরদার মহিদু্ল ইসলাম প্রমুখ।#