মোরেলগঞ্জে নবাগত ওসির সাথে মতবিনিময়
01/01/1970 12:00:00
মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জ থানার নবাগত অফিসার ইন চার্জ মতলুবর রহমান সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার রাত ৮ টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন একুশে টেলিভিশন প্রতিনিধি ও মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এইচএম মইনুল ইসলাম।
বক্তৃতা করেন দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মেহেদী হাসান লিপন, সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, সবেক সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হিমু, সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠ প্রতিনিধি গনেশ পাল প্রমুখ।
মতবিনিময় সভায় অফিসার ইন চার্জ বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ , মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স। সত্য ও ন্যায়ের পক্ষে তিনি কাজ করে যাবেন। অন্যায়ের সাথে কোন আপোষ নেই। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
